নৃত্য শিল্পী থেকে অভিনয় শিল্পী| নাটক লাইক সেয়ার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৮ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২

অভিনয়শিল্পী আসমা শিউলি
মাতিয়া বানু শুকুর রচনায় ও রবিউল সিকদারের পরিচালনায় 'লাইক শেয়ার' নাটকে অভিনয় করছেন গুণী অভিনয়শিল্পী আসমা শিউলি। এছাড়াও এ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, রেশমিন সেতু, তুহিন রেজাসহ অনেকেই।
নৃত্য শিল্পী থেকে কচিকাচার আশর, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিতে কাজ করেই বেড়ে ওঠেন অভিনয়শিল্পী আসমা শিউলি। প্রথম সুযোগ পান মঞ্জু নাটকে অভিনয় করার তখন তিনি দ্বিতীয় শ্রেনির ছাত্রি ছিলেন। অনেক সিনেমায় অভিনয়, বিজ্ঞাপনসহ বেশ কিছু সিরিয়ালেও কাজ করেছেন তিনি। বর্তমানে এক সঙ্গে নয়টা সিরিয়ালে কাজ করছেন বলে যানান।
এরি মধ্যে কিছু ধারাবাহিক ও সিঙ্গেল নাটকের কাজ শেষ করছেন অভিনয়শিল্পী আসমা শিউলি।আসমা শিউলি এক সাক্ষাৎকরে এসব কথ বলেন জনবাণীকে।